চকবাজার নামা!
চকবাজার নামা!
আর আমিও বেকার আমার হাত ও বেকার- তাই চুলকাচ্ছিল কিছু লেখার-
কিছু লেখতে আসলাম-
চকবাজারের গুটিকয়েকজন ছাড়া হয়তো কেউ চিনবেওনা আর ছেলে বলে অনেকে এড়িয়ে যাবে আমার লেখা-
পরিচয় পুরোটা আইডিতে দেওয়া আছে!
কনফেশন বা কনফেজ কি সেটা সাথে আমার পরিচয় কলেজে উঠার পরেই৷
তাই হয়ত আমি ২০২০ সালের কপোতিদের থেকে কিছুটা আনস্মার্ট!
যাই হোক-
মূল কথা হলো কনফেশন কি লেখতেই হবে কাউকে নিয়ে? না লিখলে কি মিলন হবেনা?
আমি চকবাজারের রাতের সাথে পরিচিত -
আমি চকবাজারের দিনের সাথে পরিচিত -
আমি চকবাজারের বিকেলের সাথে পরিচিত -
আমি চকবাজারের সূর্যাস্তের সাথে মিলিত-
আমি শীতকালের প্যারাডের সাথে পরিচিত -
আমি রাত ৩ টার চক বাজারকে দেখেছি -
আমি স্বাক্ষী চকবাজারের হাজারো ঘটনার! আমি দেখেছি কিভাবে কাউকে সহজে ঠকাতে হয়! আমি দূর থেকে একা ঘামাক্ত শার্ট পরে বসে দেখেছি পেটের খিদার হাহাকার!
আমি দেখেছি কিভাবে খুব বিলাসিতায় অর্থ নষ্ট করা যায় শুধুমাত্র একটি "স্মার্টনেস" নামক শব্দের মান রাখার জন্য।
আমি চকবাজারের অলি খা মসজিদের ইতিহাস ঘেটেচি! আমি চক সুপার মার্কেটের করুন পরিণতির কথা জেনেছি!
আমি প্যারাডের ইতিহাস জেনেছি। আমি হেঠেচি চকবাজার অলিতে গলিতে শুধু জানতে কিভাবে একটি ছোট পরিসরে গড়ে উঠা বাজার পরিনত হয়েছে হাজার হাজার মানুষের আবাস্থলে।
আমি জেনেছি চকবাজারের কিছু অপরাধের কথা-
পকেটমার?
ছিনতাই?
চুরি?
না আমি আরো বেশি কিছু জানাী চেষ্টা করেছি-
আমি জেনেছি কিভাবে টিউশন মিডিয়া নামক চক্র টিচার/শিক্ষার্থীদের থেকে অর্থ চুষে নেয়।
কিভাবে ছোট জাপসা আলোতে বালকের পকেটের বিয়োজন ঘটাচ্ছে কিছু নামমাত্র ব্যবসায়ী!!
কিভাবে ঘঠে উঠছে নিকোটিন পাড়া এবং তাদের সদস্য। আমি দেখেই যাচ্ছি নিকোটিন থেকে কিভাবে আরো একটু ভিতরে ঢুকতে হয়!
আমি দেখেই যাচ্ছি কিভাবে মেধাবী এক ছাত্রকে শুধুমাত্র "ভাই" নামক কাজ করতে গিয়ে জিপিও বিসর্জন দিতে হচ্ছে!
আমি দেখেই যাচ্ছি জোরজার মুল্লুক তার প্রথাকে কীভাবে ব্যবহার করতে হবে তার ফর্মুলা।
আমি স্বাক্ষী উপহার না পেয়ে কিভাবে কেয়ারির নীচতলা হতে বিদায় নিতে হয় কান্না লুকিয়ে!
আমি দেখেছি ছেলে কিভাবে এবং মেয়ে কিভাবে আবেগ বিসর্জন দিচ্ছে! আমি হাঠচি এবং হাঠচি এই পাপের রাজ্যে। আমি দেখছি কিভাবে জীবিকার জন্য মানুষ ছুঠছে।এবং দেখেছি কিভাবে মানুষকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা বনে যেতে হয়।
আমি দেখেছি কিভাবে প্রতারণার নতুন নতুন কায়দা করতে হয়!
আমি ছিলাম শূন্যের মত! আমার গোলকের চারপাশে ঘটছে নানা ঘটনা আর আমি বোকা পর্যবেক্ষকের মত দেখছি!
আমি দেখেছি ছোট জগড়া নিয়ে খুন! আমি দেখেছি বন্ধুর হাতে বন্ধু কে রক্তাক্ত করার দৃশ্য!
BFF হ্যাশট্যাগ দিয়ে একবার দেখুন! যা পাবেন তার সম্পূর্ণ উল্টো হতে দেখেছি!
২০২০ সাল না আসলে জানতেই পারতাম না "বারোভাতারি" নামক ও কোন শব্দ বাংলায় ভাষায় আছে!
আমি উপলব্ধি করেছি এই শব্দের সঠিক অর্থ!
আমি চকবাজারের রেস্তোরাঁ গুলোর খোঁজ খবর নিচ্ছি! আমি খবর নিচ্ছি দূর গ্রাম থেকে পড়ালেখা করতে আশা "বোকা" ছেলেটির পরিবর্তনের!
বাবা মা পাঠিয়েছিল বিদ্যা অর্জন করতে আর সেই"বোকা" ছেলে কিভাবে মরীচিকায় পড়ে যাচ্ছে! আমি দেখছি এবং শিখছি।
আমি নিরব দর্শক! আমি বোকা! আমি জ্ঞান পিপাসিত! আমি প্রতিনিয়ত শিখছি!
আমি চকবাজার নিয়েই কনফেশন লিখলাম!
হ্যাঁ আমি চকবাজারকে আরো জানতে চাই!
জানতে চাই কিভাবে আমরা হারিয়ে যাচ্ছি মোহে!
আমরা কেন ভাবছিনা আমাদের পরের প্রজন্মের কথা!
আমরা কি শুধুই এর মালিক?
কি রেখে যাব আমরা আমাদের পরবর্তীদের জন্য?
W&C- Mahin Ibrahims (23/07/2020)
#mahinibrahims
#iammahinibrahims
(থাকনা অজানা আমার বিপরীত চাহিদার কথা- 🤗)
Comments
Post a Comment